Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা কৃষি অফিসের দায়িত্ব:

  1. কৃষকের তথ্য চাহিদা নিরুপণ নিশ্চিত করা।
  • মান সম্মত সম্প্রসারণ কর্মসূচি তৈরী করা।
  • কৃষক এবং কারিগরী ষ্টাফদের জন্য প্রশিক্ষণ সামগ্রী তৈরী করা।
  • ব্লক পর্যায়ে যে সব সমস্যা ডিএই সমাধান করতে পারছে না, তা টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সহযোগী সংস্থাকে অথবা জেলার বিশেষজ্ঞদের জানানো।
  • কৃষি উপকরণ সরবরাহকারী, কৃষি পণ্যের বাজারজাতকারীসহ উপজেলা পর্যায়ে কৃষক সমিতি ও অন্যান্য সংস্থার সাথে যোগসূত্র রক্ষা করা।
  • শস্য বহুমুখীকরণ, সম্প্রসারণ পদ্ধতি, উপকরণ ও ঋণ সরবরাহ এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উন্নতমানের পরামর্শ দেয়া।
  • মাঠ পর্যায়ে বিবিধ অনুষ্ঠানে ( যেমন-চাষী র‌্যালি, মাঠ দিবস, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা দান করা।
  • উপজেলা পর্যায়ের সম্প্রসারণ কর্মকান্ড (যেমন- কৃষি মেলা, কৃষক প্রশিক্ষণ) পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সম্প্রসারণ সেবা দানকারীদের সংগে সম্পর্ক ও কাজের সমন্বয় করা।
  • উপজেলা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠান ও পরিচালনা করা।
  • ষ্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
  • পাক্ষিক উপজেলা প্রশিক্ষণ দিবস পরিকল্পনা ও আয়োজন করা।
  • পাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনা পর্যালোচনা সভা ও মাঠ পরিদর্শনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজকর্ম পরিবীক্ষণ নিশ্চিত করা।
  • উপজেলা পর্যায়ে সেমস ও ক্যাপ ব্যবস্থাপনা ও সমন্বয় করা।
  • ডিইপিসি এবং অন্যান্য সভায় অন্তত একজন উর্দ্ধতন কর্মকর্তার যোগদান নিশ্চিত করা।
  • উপজেলার বাজেট ব্যবস্থাপনা এবং সময়মতো হিসাব নিকাশ নিশ্চিত করা।
  • উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জরুরী তথ্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ এবং তা যথাযথ ফরমে জেলা, অঞ্চল বা সদর দপ্তরে প্রেরণ করা।

 

 

 

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সেবা সমূহঃ

 

ক্র/নং

সেবা সমুহ/

সেবার নাম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার/

কর্মচারীর নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ট্যাক্স/

আনুসাংগিকখরচ

সংশিস্নষ্ট আইন কানুন/ বিধিবিধান

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

1.        

প্রযুক্তি সহায়তা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*কৃষি বিষয়ক উন্নত প্রযু&&ক্ত সমূহ কৃষকদের নিকট হসত্মামত্মর করার (ঞবপযহড়ষড়মু ঞৎধহংভবৎ) জন্য প্রগতিশীল চাষীদের মাঠে প্রদর্শনী পস্নট স্থাপন, মাঠ দিবস উদযাপন ও  কৃষক র‌্যালীর আয়োজন করে সম্প্রসারণ সেবা প্রদান করা হয়।

*দলীয় ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কৃষি প্রযুক্তি ও তথ্য সকল ধরনের কৃষকের নিকট পৌঁছে দেয়া এবং ফিড ব্যাক সংগ্রহ করে সমাধানের জন্য গবেষণা প্রতিষ্ঠান ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া।

*প্রয়োজন মোতাবেক।

 

 

 

 

 

 

 

 

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

2.       

মানসম্মত বীজ উৎপাদনে সহায়তা করা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*ধান, গম, ডাল ও তেল জাতীয় ফসলের নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নত মানের বীজ প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। উৎপাদিত বীজ সঠিকভাবে সংরক্ষণ  এবং অন্যান্য চাষীদের মাঝে বিতরণ ব্যবস্থা করা।

*অন্যান্য উৎস হতে উন্নত মানের বীজ সংগ্রহে সহায়তা প্রদান করা।

 

 

 

 

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

3.       

ফল বাগান সৃজন ও ব্যবস্থাপনা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*উন্নত জাতের দেশী ও বিদেশী ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

*ফল বাগান ব্যবস্থাপনা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

4.        

গুটি ইউরিয়া ব্যবহার

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*গুটি ইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদের  পরামর্শ প্রদান।

*প্রয়োজ মোতাবেক।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

5.       

লীফ কালার চার্ট ব্যবহার

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*লীফ কালার চার্ট ব্যবহার করে ধান ফসলে সঠিক মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান।

*প্রয়োজন মোতাবেক।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।


 

6.       

মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও মাটি পরীক্ষা এবং সার সুপারিশ।

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

চ) কৃষি অফিসের অন্যান্য কর্মচারী

*মাটির স্বাস্থ্য সেবায় সুষম সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ ও শস্য পযার্য়ে বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ও সহায়তা করা।

উপজেলা পর্যায়ে ঝড়রষ ঞবংঃরহম শরঃ ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর পরীক্ষাগার ও  ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকের  মাটি পরীক্ষা পূর্বক ফসল ভিত্তিক সারের মাত্রা নির্ধারণ করে সার প্রয়োগের সুপারিশ প্রদান।

*উপজেলা নির্দেশিকা অনুসারে সার সুপারিশ প্রদান করা।

*শস্য পর্যায়ে ভিত্তিক ফসল আবাদ পরিকল্পনা প্রনয়নে সহায়তা প্রদান।

*জৈব কম্পোষ্ট, ভার্মি কম্পোষ্ট, খামারজাত সার প্রস্ত্তত ব্যবহারে কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান।

*নিয় মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

7.       

সমন্বিত বালাই ব্যবস্থাপনা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএপিপিও

চ)এসএএও

*আইপিএম ও আইসিএম ক্লাবের মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনে কার্যকরী প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।

*ফসলের বালাই নিয়ন্ত্রণের সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের প্রযুক্তি প্রয়োগ নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ  প্রদান।

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

8.       

কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি/ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

গ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) এসএএও

কৃষি বিষয়ক যে কোন তথ্য পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগনের মধ্যে পৌঁছানো

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

9.       

সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী বেসরকারী ও গবেষণা সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

10.    

প্রশিক্ষণ প্রদান

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও  চ) কৃষি অফিসের অন্যান্য কর্মচারী

*কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান।  

*প্রয়োজন মোতাবেক।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

11.    

বালাই নাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান ও মনিটরিং

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

গ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ)এসএপিপিও

*বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান।

বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রন।

*প্রয়োজন মোতাবেক।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

12.    

সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

*প্রতিটি ইউনিয়ন হতে ১(এক)জন বিসিআইসি সারের ডিলার ও প্রতি ওয়ার্ডে ১(এক)জন খুচরা সার বিক্রেতা নিয়োগের ব্যবস্থাপনা করা হয়।

*প্রয়োজন মোতাবেক।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

13.   

 

সার মনিটরিং

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

সারের আগমনী বার্তা প্রাপ্তির পর বিধি মোতাবেক বিক্রয়ের অনুমতি প্রদান।

*সার উত্তোলন, মজুদ ও সরবরাহ কার্যের নিয়ন্ত্রণ ও মনিটরিং।

*সারের মান ও বাজার নিয়ন্ত্রণ।

*ভেজাল সারের নমুনা সংগ্রহ ও পরীক্ষগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থাপনা গ্রহণ।

*নিয়মিত।

 

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

14.    

বালাইনাশকের মনিটরিং

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

) এসএপিপিও

*বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ।

*ভেজাল বালাইনাশকের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগার প্রেরণ পূর্বক আইনানুগ  ব্যবস্থা গ্রহণ।

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

15.    

সেচ ব্যবস্থাপনা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি/

   কৃষি সম্প্রসারণ

    কর্মকর্তা

গ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) এসএএও

*সেচ ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।

*সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহারে কৃষকদেন উদ্বুদ্ধ করা

*সেচ প্রয়োগে অডউ(অষঃবৎহধঃব ডবঃ& উৎু) প্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে পরামর্শ প্রদান

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

16.   

বসতবাড়ীর আঙ্গিনায় সব্জি চাষ

ক)উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ)এসএএও

*কৃষক/কৃষাণীদের বসতবাড়ীর আঙ্গিনায় সব্জি চাষ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

*পারিবারিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।

*সব্জি বীজ উৎপাদন পরামর্শ প্রদান।

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

17.    

কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

*কৃষি ঋণ প্রাপ্তির অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান।

*ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রয়োজ্য সুদের হার বিষয়ে কৃষদের অবহিত করা।

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

18.    

কৃষি পণ্য বিপনণে সহায়তা করা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত করণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা প্রদান।

*নিয়মিত।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

19.    

কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহায়তা

ক) উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও নানাবিধ ব্যবহার মুখী পণ্যে রূপামত্মরে কারিগরী সহায়তা প্রদান ।

*নিয়মিত

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

20.    

কৃষি পুনবার্সনে সহায়তা

ক)উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়- ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষেকৃষি উপকরণ সহায়তা প্রদান।

*প্রয়োজন মোতাবেক

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

21.    

কৃষিতে ভর্তুকি ও  উৎপাদনে সহায়তা প্রদান

ক)উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষেউপকরণাদি কৃষককের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকের মধ্যে বিতরণ।

*প্রয়োজন মো তাবেক

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

22.   

কৃষি উপকরণ সহায়তা প্রদান

ক)উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কর্তৃক সময়ে সময়ে চাষীদের মাঝে উপকরণ সহায়তা প্রদান করা হয়।

*প্রয়োজন মোতাবেক

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

23.   

১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে সহায়তা প্রদান

ক)উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি  কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

সহজ প্রক্রিয়ায় ১০ টাকার জামানতের বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে কৃষকদের সহায়তা প্রদান।

*প্রয়োজন মোতাবেক

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।

24.    

প্রাকতিক দুর্যোগ মোকাবেলায় পরামর্শ প্রদান

ক)উপজেলা কৃষি কর্মকর্তা

খ) অতিরিক্ত কৃষি কর্মকর্তা

গ) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঘ) সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ঙ) এসএএও

*বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, লবনাক্ততা, শীলাবৃষ্টি, জলাবদ্ধতা, জলোচ্ছাস ইত্যাদি সংক্রামত্ম প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাস ও দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

*প্রয়োজন মোতাবেক।

 

 

উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে।